প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৪ , ৫:৫৭:০২ প্রিন্ট সংস্করণ
দিনাজপুরের ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপুজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৫৭টি দুর্গা মন্ডপের নিরাপত্তায় ৩৭৬ জন আনছার ভিডিপি সদস্যদের নিয়োগ দেয়া হয়েছে।
(৬ অক্টোবর) রবিবার সকাল ১১টায় উপজেলা আনছার ভিডিপি‘র কার্যালয়ের সামনে ৩৭৬ জন আনছার ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা মুুলক বক্তব্য দিয়ে পুজা মন্ডবের দ্বায়িত্ব বুুঝে দেন উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায়। এসময় আনছার ভিডিপি প্রশিক্ষক সুশান্ত চন্দ্র সরকার, প্রশিক্ষক পল্লবী রানী রায় উপস্থিত ছিলেন।
উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা রীতা রায় বলেন, এবার উপজেলা ৫৭টি পুজা মন্ডপের নিরাপত্তার দায়িত্বে ১১৪ জন মহিলা আনছার ও ২৬২ জন পুরুষ আনছার নিয়োগ দেওয়া হয়েছে।