রংপুর

ফুলবাড়ী চ্যালেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

  প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৪ , ৩:৩৪:২৩ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী চ্যালেঞ্জ ফুটবল টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ী খেলোয়াড় কল্যান সমিতি‘র আয়োজনে উপজেলা পযায়ের ৮টি টিমের অংশগ্রহনে ‘‘ফুলবাড়ী চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টে’’ ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

(৯ নভেম্বর) শনিবার বিকালে ফুলবাড়ী সরকারী কলেজ মাঠে ‘‘ফুলবাড়ী চ্যালেঞ্জ ফুটবল টুর্নামেন্টে’’ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর হাজি মোহাম্মদ দানেস বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান আলহাজ¦ প্রফেসর মোঃ নওশের ওয়ান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা বিএনপি‘র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম,উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ চৌধুরী (খোকন), বাংলাদেশ জামায়াত ইসলাম ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মওলানা হাবিবুর রহমান,পৌর যুবদলের সদস্য সচিব ও স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মানিক মন্ডল, ফুলবাড়ী খেলোয়াড় কল্যান সমিতির উপদেষ্টা মোঃ মন্তাজ আলী চৌধুরী, ফুলবাড়ী বার্তার সম্পাদক ও প্রকাশক তাজমিলুরর রহমান নয়ন।

আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ তমাল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার মহিব্বুল ইসলাম।

উদ্বোধনী খেলায় নিলফামারী সৈয়দপুর ফুটবল একাদশ বনাম দিনাজপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দিনাজপুর ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে সৈয়দপুর ফুটবল একাদশ বিজয়ী হন।

আরও খবর

Sponsered content