রংপুর

ফুলবাড়ী নোসকো প্রতিনিধির সাথে প্রি-পেইড মিটার বিরোধীদের মতবিনিময় অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৫ , ৫:১০:১৬ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়ী নোসকো প্রতিনিধির সাথে প্রি-পেইড মিটার বিরোধীদের মতবিনিময় অনুষ্ঠিত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মধ্যস্থতায় প্রি-পেইড মিটার বিরোধী আন্দোলনকারীদের সাথে স্থানীয় নেসকো‘র প্রতিনিধি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

(৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মীর মো. আলকামাহ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফুলবাড়ীর নেসকো আবাসিক প্রকৌশলী  মো. দেলোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী মো. আলেফুর রহমান,সহকারী প্রকৌশলী আকিবুল ইসলাম, আন্দোলনকারী নেতাদের মধ্যে ফুলবাড়ী সম্মিলত নাগরিক সমাজ এর আবহাবয়ক মো. হামিদুল হক,দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান,সাবেক ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান হিটলারসহ স্থানীয় আন্দোলনকারী নেতৃবৃন্দ।

আলোচনায় আবাসিক প্রকৌশলী বলেন, প্রি-পেইড মিটার বিষয়ে সরকারের চুড়ান্ত সিন্ধান্ত না আসা পর্যন্ত ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ীতে প্রি-পেইড মিটার লাগানো হবে না। । এছাড়াও আন্দোলকারীদের সকল দাবি গুলো নেসকোর উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট প্রেরন করা হবে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content