প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৫:৪৫:১১ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদহ ইউনিয়নে করোনা পরিস্থিতিতে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারী অনুদানের চাল জন প্রতি ১০ কেজির স্থলে ৫ কেজি করে বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দেড় টন চাউল ১৫০ জন গরীব ও হতদরিদ্রের মাঝে বিতরণ করা হয়েছে। জানা যায়, ৫ম দিনে গরীবদের মাঝে ৫থেকে ৭ কেজি চাল বিতরন করেছে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
একাধিক সুবিধাভোগী জানিয়েছেন তাদেরকে চাল ওজনে কম দেয়া হচ্ছে। ১০ কেজির স্থলে ৭ কেজি ৬ কেজি এমনকি সর্বনিম্ন ৫ কেজি পর্যন্ত বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার বলেন চাউল তো কম দেই না। বালটি দিয়ে ৯ কেজি করে বিতরণ করিতেছি। ৫ কেজি করে চাউল দেই না। হুরবাড়ী একালায় আব্দুল খালেককে ৫ কেজি চাল দিয়েছে। চালগুলো চেয়ারম্যানের কাছে ফিরত দিয়েছেন। তিনি এই চাউলের জন্য ৩ দিন যাবত ঘুরতেছেন।
উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, করোনা সংকটময় সময়ে যে ব্যক্তি চাউল কম দেয় তাকে ক্ষমা করা হবে না।