দেশজুড়ে

ফুলবাড়িয়ায় আশা এনজিও’র খাদ্য সহায়তা হস্তান্তর 

  প্রতিনিধি ১৭ জুন ২০২০ , ১:৪৬:০১ প্রিন্ট সংস্করণ

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় আশা এনজিও উপজেলা নির্বাহী অফিসারের নিকট ২শ প্যাকেট খাদ্য সহায়তা হস্তান্তর করেছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ইউএনও’র পক্ষে খাদ্য সহায়তার প্যাকেট গ্রহণ করেন অফিসের নাজির উসমান গনি। 

প্রতি প্যাকেটে ১০কেজি চাউল,  ২কেজি আলু,  ২কেজি ডাল, ১লিটার সোয়াবিন তৈল ও  ১কেজি লবন দেওয়া হয়েছে।

হস্তান্তর করেন আশা ফুলবাড়িয়া অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার শাহজাহান কবীর, ব্রাঞ্চ ম্যানেজার মো: আমিনুল ইসলাম আকন্দ, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো: আ: আজিজ, সিনিয়র লোন অফিসার মো: সাইফুল ইসলাম এবং শরিফুল ইসলাম।

আরও খবর

Sponsered content