প্রতিনিধি ২২ জুন ২০২০ , ৮:২৫:৩৮ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পিডিবি’র সাব স্টেশনের জমি অধিগ্রহনের জন্য আবারও সোমবার পরিদর্শন করা হয়েছে। ফুলবাড়িয়া পৌর সভার ১নং ওয়ার্ড লাহেড়ীপাড়া (চক রাধাকানাই মৌজা) ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের পাশে জমি সরেজমিনে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক পরিদর্শন করেন।
এ সময় ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক, সহকারি কমিশনার (ভূমি) কামরুন্নাহার শেফা, পিডিবি’র সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শক টিম প্রথমে ভূমির মালিক এর বাড়ীতে যান এবং তার পরিবারের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। পরে প্রস্তাবিত জমিতে ভূমি অফিসের সার্ভেয়ারের মাধ্যমে প্রাথমিক পরিমাপ করা হয়।
এ সময় স্থানীয় শত শত লোকজন উপস্থিত ছিলেন। স্থানীয় প্রায় সকল লোকজনই প্রস্তাবিত জায়গায় সাব স্টেশন নির্মাণ দাবী করে বলেন, দ্রুত নির্মাণ কাজটি শেষ হলে ফুলবাড়িয়ায় পিডিবি’র ল’ভোল্টেজের সমস্যা সহ বিদ্যুৎ বিভাগের নানাবিধ সমস্যার সমাধান হবে।