প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৪:০৬:৫২ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌরসভায় গতকাল বৃহস্পতিবার সকালে সম্ভাব্য করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগক্রান্ত অতি দরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ ও চাউল বিতরণ করা হয়।
পৌর কার্যালয়ের সামনে পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া ৪০জন কে ৫০০ টাকা হারে নগদ অর্থ ও ৪০০ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার এ.কে.এম আনিসুর রহমান, সাজেদা খাতুন, কাউন্সিলর চান মাহমুদ, শহিদুল ইসলাম শিকদার, হিসাব রক্ষক আরিফুল ইসলাম, আব্দুস ছাত্তার প্রমুখ।