প্রতিনিধি ২৫ জুন ২০২০ , ৮:৩২:১৪ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : কোভিট ১৯ এর সংক্রমণ প্রতিরোধে ফুলবাড়ী ওয়ার্ল্ড ভিশন এডিপি’র সহযোগিতায় ফুলবাড়ী প্রেসক্লাবের আয়োজনে বৃহস্পতিবার ফুলবাড়ী মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউট হলরুমে সাংবাদিকদের মাঝে হ্যান্ড সেনেটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ গুপ্ত অপু,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার তদন্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ওয়ার্ল্ড ভিশন এডিপির এরিয়া ম্যানেজার স্বপন শিং প্রমুখ।