প্রতিনিধি ১৮ মে ২০২০ , ৪:১০:২২ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ীয়া(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় গ্রামীণ ব্যাংক ফুলবাড়ীয়া শাখার উদ্যোগে সংগ্রামী সদস্য, হত–দরিদ্র ও দুঃস্থ্যদের মাঝে সোমবার দুপুরে ২য় দফায় নগদ ৬০০ টাকা অর্থ সহজন প্রতি ৩০কেজি চাল, ৪কেজি ডাল, ২ লিটার তেল, ৮কেজি আলু, ৪ কেজি পেয়াজ, ২ কেজি লবণ ও ৪টি সাবান ২৯জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ শাখার জোনাল ম্যানেজার জীবন কৃষ্ণপাল, বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ীয়া এরিয়া ম্যানেজার হাবিবুর রহমান।
ফুলবাড়ীয়া শাখার ম্যানজার কার্ত্তিক চন্দ্র সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শাখার অফিসার পুলক কুমার সরকার, আয়শা সিদ্দিকা, মাহফুজুর রহমান আকন্দ, মিন্টু মিয়া, মাফিয়া আক্তার, মো: হেলাল উদ্দিন, আ: কাদির, পুটিজানা শাখার সোহেল রানা, মোস্তাক আহমেদ প্রমূখ।