প্রতিনিধি ৩১ জানুয়ারি ২০২১ , ৪:৫০:০৫ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৮ম পরিষদের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় তাদের নিয়ে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় ফুলবাড়ী পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলরকে ফুল দিয়ে বরণ করেন পৌরসভা কর্মকর্তা ও কর্মচারী পরিষদের পক্ষে সচিব মাহাবুবুর রহমান, সহকারী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন ও কর আদায়কারীর প্রধান সহিদুল ইসলাম সন্টু। পরে ফুলবাড়ী পৌরসভার সচিব মো. মাহাবুবুর রহমান দায়িত্বভার বুঝিয়ে দেন নব নির্বাচিত পৌর মেয়র মাহামুদ আলম লিটনকে।