প্রতিনিধি ৩ জুন ২০২০ , ৮:০১:২১ প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর ফুলবাড়ী প্রেসক্লাবের বিদায় ও নবনির্বাচিত কমিটির যৌথ সভায় নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউট হলরুমে প্রেসক্লাবের কার্যকারি কমিটির সদস্য দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফ পারভেজ এর স ালনায় প্রেসক্লাবের বিদায় কমিটি ও বর্তমান কমিটির সভাপতি ও ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ভোরেরকাগজ পত্রিকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. হারুন-উর-রশীদ, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আজিজুল ইসলাম, কার্যকারি সদস্য সিনিয়র সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত, সাধারণ সম্পাদক ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ওহায়েদুল ইসলাম ডিফেন্স, কোষাধ্যক আনন্দ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক ও মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন, প্রকাশনা সম্পাদক সোলায়মান মন্ডল, পাঠাগার সম্পাদক এস,এম রাসেল পারভেজ, আইসিটি সম্পাদক প্লাবন গুপ্ত, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, সহ-সম্পাদক আনোয়ার সাদ্দাত, সহ-সম্পাদক মো. হারুন-উর-রশীদ প্রমুখ। এসময় প্রেসক্লাবের বিদায় ও নবনির্বাচিত সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।