দেশজুড়ে

ফেনীতে আরও ৮ জনের করোনা শনাক্ত

  প্রতিনিধি ১১ মে ২০২০ , ৬:৩২:০৬ প্রিন্ট সংস্করণ

ফেনী: ফেনীতে আরও আট জন করোনা (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছে। রোববার (১০ মে) রাতে এ তথ্য জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সাত জনই স্বাস্থ্য বিভাগের। বাকী একজন দাগনভূঞার।

সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী চট্টগ্রামের বিআইটিআইডিতে করোনাভাইরাস (কোভিড-১৯) নমুনা পরীক্ষায় ফেনীর এক জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের নমুনা পরীক্ষায় সাত জনের পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানান সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন।

সূত্র জানিয়েছে, স্বাস্থ্য বিভাগের শনাক্তকৃত সাত জনই ফেনী শহরে কর্মরত আছেন। এদের মধ্যে দু’জন চিকিৎসক, তিনজন টেকনোলজিস্ট ও বাকীরা স্বাস্থ্যকর্মী। একই সঙ্গে সাত জন স্বাস্থ্যকর্মীর দেহে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় ঝুঁকিতে পড়েছে ফেনীর স্বাস্থ্য সেবা।

এরআগে বুধবার (৬ মে) ফেনী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তিকৃত এক রোগী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। গত ১৬ এপ্রিল হতে ৫ মে পর্যন্ত জেলার চার উপজেলায় মোট সাত জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। রোববার (১০ মে) এক দিনে সেই রেকর্ড ভেঙ্গে শনাক্ত হয় আট জন।

সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন জানান, দাগনভূঞা উপজেলার একজন করোনা রোগীর সংগৃহীত ৩য় নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। এ নিয়ে মোট তিনজন সুস্থ হয়েছেন।

আরও খবর

Sponsered content