বাংলাদেশ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রশ্ন তোলার অবকাশ নেই: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  প্রতিনিধি ৮ অক্টোবর ২০২৫ , ৮:০২:১৭ প্রিন্ট সংস্করণ

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, প্রশ্ন তোলার অবকাশ নেই: উপদেষ্টা রিজওয়ানা হাসান
ছবি : সংগৃহীত

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজওয়ানা হাসান বলেন, “আমি মনে করি, বর্তমানে পরিস্থিতি একদমই স্থিতিশীল। শুধু অন্তর্বর্তী সরকারই নয়, সব রাজনৈতিক দলই ফেব্রুয়ারির নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে—এখানে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ বা অবকাশ নেই।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার একটি ভালো ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে চায়। এ প্রসঙ্গে তিনি বলেন, “সরকার প্রথম থেকেই বলেছে, এমন একটি স্বচ্ছ নির্বাচন চাই যেখানে জনগণ অংশগ্রহণ করবে। জনগণের অংশগ্রহণের পথে যেন কোনো বাধা না আসে, সে জন্য সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেবে।”

এক প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কি নেবে না—এটি আইনি বা তাদের রাজনৈতিক অবস্থানের ওপর নির্ভর করে। “অংশগ্রহণের সিদ্ধান্ত হবে তাদের নিজস্ব রাজনৈতিক ওজন (পলিটিক্যাল ওয়েটেজ) অনুযায়ী,” যোগ করেন তিনি।

আরও খবর

Sponsered content