প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৩:৪৪:১৯ প্রিন্ট সংস্করণ
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় আবদুল জলিল (৫৮) নামের এক ড্রাইভার নিহত হয়েছে। তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চণ্ডীপুরে। আজ শুক্রবার (১৫) সকাল সাড়ে ৬ টার দিকে বাংলা বাজার বাইপাস মোড়ে মহাসড়কে এ দূর্ঘঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,ঢাকামূখী হাক্কানীর লং লরী (চট্টমেট্রো-ঢ-৮১-০৬৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি বিলবোর্ডের খাম্বার সাথে ধাক্কা দেয়। গাড়িটির সামনের অংশ একেবারে দুমড়েমুছড়ে যায়। এসময় গাড়ির ড্রাইভার আবদুল জলিল আটকা পড়েন এবং নিহত হন।
খবর পেয়ে স্টেশন অফিসার এস এ ইফতেখার উদ্দিনের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই দেলোয়ারের নিকট হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল।