প্রতিনিধি ৮ মে ২০২০ , ৩:২০:১৪ প্রিন্ট সংস্করণ
সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুন্ডের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) তে ১৯ জনের শরীরে করোনা ভাইরসা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ১৯৮ টি নমুনা পরীক্ষা করা হয়। রাতে এ তথ্য জানিয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, গত ২৪ ঘন্টায় বিআইডিআইটি তে ১৯৮ জনের নমূনা পরীক্ষায় ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে ১৮ টি চট্টগ্রাম জেলায় (একটি মৃত সহ) এবং একটি ভিন্ন জেলায়। চট্টগ্রামের শনাক্ত হওয়া ১৮ জনের মধ্যে আকবরশাহ-১, হালিশহর-১, লোহাগাড়া-৩, সাতকানিয়া-১, হালিশহর-১,সাগরিকা -১( মৃত), দক্ষিণ নালাপাড়া-১, এনায়েত বাজার-২, ঈদগাহ (চট্টগ্রাম)-২, রাহাত্তারপুল-১, পাঁচলাইশ-১, শুলকবহর-১, কোতোয়ালি -১ ও কর্নেলহাটে-১ জন।