দেশজুড়ে

ফ্রান্সে মহানবীকে অবমাননার প্রতিবাদে ধোবাউড়ায় খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ৩:২৯:৩৬ প্রিন্ট সংস্করণ

ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি:

ফ্রান্সে ইসলাম ও মহানবী(সাঃ) কে অবমাননার প্রতিবাদে ময়মনসিংহের ধোবাউড়ায় খেলাফত মজলিসের উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অণুষ্ঠিত হয়। শনিবার সকালে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিল শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আনিসুর রহমান সোহাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সভাপতি অ্যাড.রফিকুল ইসলাম,সহ-সভাপতি মাও.ইসমাইল হোসেন,মুফতি আঃ হামিদ,মুফতি হাফিজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক হাফেজ জাহাঙ্গীর আলম।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সূরা সদস্য মাও.আশরাফ আলী,হারুন অর রশিদ,আবু হানিফ খান,আঃ জলিল,হাবিবুর রহমান,ছাত্র মজলিশের সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমূখ।বক্তারা মহানবীকে অবমাননা করার প্রতিবাদ জানিয়ে ৫ দফা প্রস্তাবনা পেশ করেন। উল্লেখ্যযোগ্য,জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এবং ফ্যান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করা।

আরও খবর

Sponsered content