প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৪২:৩০ প্রিন্ট সংস্করণ
জামালপুর প্রতিনিধি:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহারের তমালতলা মোড়ে জামালপুর দরবার শরীফ এই মানববন্ধ কর্মসূচীর আয়োজন করে।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মো: মজিবর রহমান মোজাদ্দেদীর সভপতিত্বে মানববন্ধনে রওনকুল ইসলাম, আব্দুল আওয়াল চিশতী, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করায় জাতিসংঘে ফ্রান্সের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য সরকারের কাছে দাবী জানান।
এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান বক্তারা। মানববন্ধনে জামালপুরের বিভিন্ন দরবারের ভক্তবৃন্দসহ সাধারণ মানুষ অংশগ্রহন করেন।