ময়মনসিংহ

বকশীগঞ্জের ঢাবি ছাত্র সংসদের নবীন বরণ ও মিলন মেলা

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৫:৫৬:৫০ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুুুর)প্রতিনিধি:

জামালপুুুর বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডুসাব) ছাত্র সংসদের উদ্যোগে বিভিন্ন বিভাগে ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আয়োজনে ঢাবির ডাকসু ক্যাফেটেরিয়া মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি সুইটি মোদক মনীষার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডুসাব) ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী আগা শাহিদ মিন্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএভিপি এবং সিটি ব্রোকারেজ লিমিটেডের কর্পোরেট প্রধান সাইফুল ইসলাম মাসুম,কাস্টমস অফিসার সোহানুর রহমান, আবু হাসান,শাহজাহান শাওনসহ বকশীগঞ্জের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নবনির্বাচিত সাধারন সম্পাদক তাজবীর রায়হান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনির হোসেন মিজান। এসময় নবীনদের মধ্যে জোবায়ের লোবা,আরিফ রহমান,আফিয়া আম্বিয়া,নাহিয়ান আল-নাহিদ,উম্মে হাবিবা,আতিকুর ইসলাম,ফারহান ইবনে শহীদকে সংগঠনের পক্ষ থেকে ফুুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।

আরও খবর

Sponsered content