প্রতিনিধি ৮ মে ২০২০ , ৪:০০:৫৫ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : বকশীগঞ্জে করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় ৫০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করলেন বকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজের সাবেক জিএস,সাবেক উপজেলা ছাত্রদলের সফল সভাপতি, মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্স।
শুক্রবার সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজসেবক মোঃ জাহিদুল ইসলাম প্রিন্সের নিজস্ব অর্থায়নে অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে সহায়তা হিসেবে নগদ ২০০ করে টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর। এছাড়াও অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী এম এ আলম,মইনুল ইসলাম, জাহিদুর রহমান জাহিদ, আশিকুর রহমান তোলন প্রমূখ উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম প্রিন্স বলেন,সারাদেশ আজ করোনায় আক্রান্ত। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে কর্মহীন অসহায় মানুষ বিপাকে পড়েছে। আমি সব সময় সাধ্যনুযায়ী অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি। তাই এই দূর্যোগে অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাড়াঁনোর চেষ্টা করেছি। সাধ্যনুযায়ী দুঃস্থ্য মানুষের পাশে দাড়াঁতে পেরে অনেক ভালো লাগছে। ভবিষ্যতেও আমার এই সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে ইনশাআল্লাহ।