বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি ৬ অক্টোবর ২০২৫ , ৭:৩৩:১৭ প্রিন্ট সংস্করণ
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জামালপুরের বকশীগঞ্জের জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যুৎ–সংযোগ পেয়েছে। পৌরসভার সীমানার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও, স্থানীয় জটিলতার কারণে সোমবার (৬ অক্টোবর) পর্যন্ত এই বিদ্যালয়ে বিদ্যুৎ ছিল না। ফলে গ্রীষ্মের প্রচণ্ড গরমে ছাত্রছাত্রীদের ফ্যান ছাড়াই ক্লাস করতে হচ্ছিল এবং দিনের আলো কমে গেলে ক্লাসরুমে আলোর সমস্যা দেখা দিত।
জানা গেছে, স্কুলের পার্শ্ববর্তী জমির মালিকের আপত্তিতে এতদিন ধরে বিদ্যুতের খুঁটি স্থাপন ও সংযোগ প্রদান সম্ভব হচ্ছিল না। এই অচলাবস্থা নিরসনে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।
ইউএনও মহোদয়ের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি)–এর মাধ্যমে সংশ্লিষ্ট জমির মালিকের সঙ্গে কয়েক দফায় ফলপ্রসূ আলোচনা করা হয়। আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব হলে দ্রুত সংযোগের ব্যবস্থা নেওয়া হয়।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা শিক্ষা অফিসার এবং পল্লি বিদ্যুতের ডিজিএমের উপস্থিতিতে বিদ্যুতের খুঁটি স্থাপন করে বিদ্যালয়ে সংযোগ দেওয়া হয়।
এই সফল উদ্যোগের ফলে আগামীকাল, স্কুল খোলার দিন, ছাত্রছাত্রীরা প্রথমবারের মতো ক্লাসরুমে ফ্যানের বাতাস এবং পর্যাপ্ত আলো পাবে। এটি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
এই সংযোগ পাওয়ার ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে গতি আসবে বলে আশা করা হচ্ছে। ইউএনও শাহ জহুরুল হোসেনের সময়োপযোগী পদক্ষেপ ও সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতায় দীর্ঘদিনের এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হলো।











