প্রতিনিধি ১৬ জুলাই ২০২১ , ৮:৩২:৩৫ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের সরদারপাড়া এলাকার ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন সাবেক এক এসআই এর ডলফিন কিন্ডার গার্ডেন স্কুলের দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সাথে পার্শবতী শ্রীরবদী উপজেলার মৃত মহসিন আলীর ছেলে কবির মিয়ার সাথে বিয়ের আয়োজন করা হয়েছে।
খবর পাওয়ার সাথে সাথে বৃহস্পতিবার রাতেই তিনি পুলিশ নিয়ে বিয়ে বাড়ীতে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন। সেই সাথে ১৮ বছর আগ পর্যন্ত ওই মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এই মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।