প্রতিনিধি ১৬ জুন ২০২৫ , ৪:০৬:৪৫ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে পার্টনার কংগ্রেস প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়। বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে এই পার্টনার কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস কর্মসূচির আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপপরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিশা আফরিনের সঞ্চালনায় প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবীদ ড. সালমা লাইজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা, সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা আবদুল জলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপস্থিত কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়। পার্টনার কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্যের টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ের কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।