ময়মনসিংহ

বকশীগঞ্জে ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জরিমানা

  প্রতিনিধি ১৯ মার্চ ২০২৫ , ৪:৩৫:২৩ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে ক্রয়-বিক্রয় রশিদ না থাকায় জরিমানা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নিয়মিত মোবাইল কোর্টের অভিযানের অংশ হিসেবে ১৯ মার্চ বুধবার দুপুরে পৌর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ।

এসময় ক্রয়-বিক্রয় রশিদ না থাকা,নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় করা,মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ফড়িং ফ্যাশনকে ৫হাজার টাকা, আল আমিন বস্ত্র বিতাণে ৮হাজার টাকা, মামুন ফ্যাশনে ১০ হাজার টাকা, বধূয়া ফ্যাশনে ৫হাজার টাকা, বিসমিল্লাহ গার্মেন্টস ৩হাজার টাকা, স্বপ্ন কসমেটিকে ৫শত টাকাসহ ৬ টি মামলায় ৩১ হাজার ৫ শত টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে উপস্থিত ছিলেন , বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদসহ থানার পুলিশ সদস্যবৃন্দরা। অভিযান শেষে রমজান মাসে পবিত্রতা রক্ষার্থে জেলা পুলিশের লিফলেট বিতরণ করেন তিনি। 

আরও খবর

Sponsered content