ময়মনসিংহ

বকশীগঞ্জে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার: স্বামী আটক

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৩৯:১৬ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর):

জামালপুরে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা গ্রামে নিজ বসত ঘর থেকে স্মৃতি (২৬) নামে ২ সন্তানের গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও তার স্বামী আক্তার হোসেনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার রাতে কোন এক সময়ে বসত ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় গৃহবধুর স্মৃতিকে ঝুলতে দেখে তার স্বামী। এলাকাবাসী পুলিশে খবর দিলে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
এবিষয়ে এলাকাবাসীরা জানান দীর্ঘ দিন যাবৎ তাদের মাঝে পারিবারিক কলহ চলে আসছিল তার জেরে ধরে মঙ্গলবার রাতে কোন এক সময়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার (ওসি) তদন্ত আব্দুর রহিম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে এটি হত্যা না আত্মহত্যা রিপোট পাওয়ার পর জানা যাবে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আরও খবর

Sponsered content