প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৫:০৩:২৪ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচীর ৭২০ কেজি চাল উদ্ধার ঘটনার মামলার আসামী আওয়ামীলীগ নেতা মুন্নাফ আলীকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাট্টাজোড় নতুন বাজারে জনৈক আনিছুর রহমান খরমের একটি ঘর থেকে চালগুলো উদ্ধার করে র্যাব–১৪। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বকশীগঞ্জ বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুন্নাফ আলী ও পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। র্যাব–১৪ এর নাঃ সুবেদার মোঃ আফতাফ হোসেন বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এই মামলাটি করেছেন।
মামলা সূত্রে জানাগেছে,বকশীগঞ্জে নিয়মিত টহল ডিউটি করছিলো র্যাব সদস্যরা। এমন সময় খবর আসে বাট্টাজোড় নতুন বাজার এলাকায় খাদ্য বান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে মজুদ রাখিয়া ক্রয় বিক্রয় করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব–১৪ এর সদস্যরা। অভিযানে ৭২০ কেজি চাল উদ্ধার করা হয়।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম সম্রাট জানান, সরকারি চাল কালোবাজারে বিক্রি ও অবৈধভাবে মজুদ রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। মঙ্গলবার দূপুরে মামলার ১নং আসামী মুন্নাফ আলীকে গ্রেফতার করে জামালপুর কোর্টে পাঠানোর প্রস্তুতি চলছে এবং অন্য আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।