প্রতিনিধি ২ এপ্রিল ২০২৪ , ৮:৩৫:০০ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জে জবাই করে ফুলবানু (৫০) নামের এক মা’কে হত্যার চেষ্টা করেছে মাদকাসক্ত ছেলে চাঁন মিয়া (২৮)। মাদকাসক্ত চান মিয়া উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে উপজেলার বগারচর ইউনিয়নের মরারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মা ফুলবানু জানান, তার ছেলে চাঁন মিয়া দীর্ঘদিন ধরে মাদক সেবন করে। প্রায় সময়ই মাদক খেয়ে এসে তাকে মারধর ও গালমন্দ করত। বিকালে রান্না করা তরকারি নিতে এসে বাটি খোঁজতে দেরি হওয়ায় চাঁন মিয়া মাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেট কেটে হত্যার চেষ্টা চালায়। পরে মায়ের আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে চাঁন মিয়া পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা ফুলবানুকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বকশীগঞ্জ থানার পুলিশ অফিসার তারেক মাসুদ জানান,আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ছেলে চাঁন মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।