ময়মনসিংহ

বকশীগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

  প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৪ , ৬:০৪:৪৭ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

গত ২০০৬ সালে লগি-বৈঠার মিছিলে নির্বিচারে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াত ইসলামী।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ২৮ অক্টোবর প্রতিবাদ ও বিক্ষোত সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা সাজ্জাদ হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার টিম প্রধান মো: শফিকুল্লাহ। সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা এডভোকেট নাজমুল হক সাঈদী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার বাইতুলমাল সম্পাদক অধ্যাপক ছামিউল হক প্রমুখ।

বক্তারা পতিত ফ্যাসিস্ট সরকারের বিচার দাবি করেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা পুরাতন বাসস্ট্যান্ডে সমবেত হন।

আরও খবর

Sponsered content