ময়মনসিংহ

বকশীগঞ্জে দৈনিক ভোরের দর্পণের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৫ , ৪:২২:১৩ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে দৈনিক ভোরের দর্পণের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরের বকশীগঞ্জে নানা  কর্মসূচীর মধ্য দিয়ে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় এমআর টাওয়ারে দোয়া, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক ভোরের দর্পণের বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিন রহমানের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের সাংবাদিক শাহিন আল আমিন, দৈনিক মানবজমিন এর সাংবাদিক আশরাফুল হায়দার, দৈনিক আমার দেশের সাংবাদিক সরকার আব্দুর রাজ্জাক, ঢাকা প্রতিদিনের সাংবাদিক মুসা মিয়া, দৈনিক সমকালের সাংবাদিক মাসুদ উল হাসান, ভোরের কাগজের সংবাদিক রাশেদুল ইসলাম রনি, সাংবাদিক মাহবুবুর রহমান জিলানী, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, দেশের কন্ঠের সাংবাদিক সালাম মাহমুদ, দৈনিক জবাবদিহির সাংবাদিক আল মুজাহিদ বাবু, দৈনিক ভোরের চেতনা সাংবাদিক মনিরুজ্জামান লিমন, মুভিবাংলা টিভির বকশীগঞ্জ প্রতিনিধি একেএম নূর আলম নয়ন, সাংবাদিক মাহবুবুর রহমান ময়ূর, দৈনিক অনুসন্ধান প্রতিদিনের সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারী,সাংবাদিক মুরাদ সরকার, সত্যের সন্ধানে প্রতিদিনের সাংবাদিক হারুন সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদিকবৃন্দ।

আরও খবর

Sponsered content