ময়মনসিংহ

বকশীগঞ্জে পুজা মন্ডপে মেয়রের চেক বিতরণ

  প্রতিনিধি ২১ অক্টোবর ২০২৩ , ৩:৫৬:৪২ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে পুজা মন্ডপে মেয়রের চেক বিতরণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার উদ্যোগে ৯টি পূজামন্ডপে পৌরসভার পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২১ অক্টোবর) দুপুরে বকশীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ চেক বিতরণ করেন পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর। এ সময় বকশীগঞ্জ পৌরসভার ৯টি পুজা মন্ডপের জন্য প্রতিটি মন্ডপে ৫ হাজার টাকা করে চেক বিতরণ করেন তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বকশীগঞ্জ হিন্দু কল্যান পরিষদের সা‌বেক সাধারন সম্পাদক শ্রী অনুপ কুমার সেন,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী ,যুবলীগ নেতা ফরহাদ হোসেন, তারিফ সিদ্দিকী, অজয় কুমার দে, চন্দন কুমার সাহা,মিন্টু সাহা প্রমুখ।

এসময় পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেন, শারদীয় দুর্গাপূজায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগানো হয়েছে।সনাতন ধর্মাবলম্বীরা যাতে মহাধূমধামে দূর্গা পুজার সকল উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content