প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৭:২১:১৮ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৫৬ তম উপশাখা উদ্বোধন করেছে পূবালী ব্যাংক লিমিটেড। বকশীগঞ্জ জনসাধারণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে এই শাখা উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপশাখাটি উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
সোমবার (১২জুন) দুপুরে পৌর শহরের মালীবাগ মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানে পূবালী ব্যাংকর লিমিটেড ময়মনসিংহ অঞ্চল প্রধান উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, পূবালী ব্যাংক লিমিটেডের টাঙ্গাইল অঞ্চল উপ মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ বেল্লাল হোসেন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ডাঃ জাহানারা বেগম,বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন,জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক ফজলে এলাহী মাকাম, বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,পূবালী ব্যাংক বকশীগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ রকিবুল হক, ক্যাশ ইন চার্জ,মোঃ আবু হারিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীরা ও পূবালী ব্যাংকের নির্বাহীরা উপস্থিত ছিলেন।