ময়মনসিংহ

বকশীগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ৪:১০:২৮ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

জামালপুরের বকশীগঞ্জে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় পরিবারের ওপর অভিমান করে রিমি আক্তার (১৪) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ঢেরুরবিল গ্রামে এ ঘটনা ঘটে। রিমি আক্তার ওই গ্রামের মাজু মিয়ার মেয়ে ও বাঙ্গালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে রিমি আক্তার। সে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।পরিবার বিষয়টি জানতে পেরে অন্য জায়গায় বিয়ে ঠিক করলে এর জের ধরে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে নিজ রুমে ঘরের ধন্নার সাথে পরনের ওড়নার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content