ময়মনসিংহ

বকশীগঞ্জে বীজের দাম বেশি রাখায় ৫ বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৪ , ৬:৫৩:৩২ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে বীজের দাম বেশি রাখায় ৫ বিপণন প্রতিষ্ঠানকে জরিমানা

জামালপুরের বকশীগঞ্জে বীজ বিপনন প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় নির্ধারিত দামের চেয়ে বীজের দাম বেশি নেওয়ার অপরাধে ৫ বীজ বিপণন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রবিবার ( ১ ডিসেম্বর) পৌর এলাকার বিভিন্ন দোকানে এ ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও  সহকারী কমিশনার( ভূমি) আসমা-উল- হুসনা ৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বকশিগঞ্জ থানা পুলিশ। 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান, এসকল দোকানে নির্ধারিত দামের চেয়ে বীজের দাম বেশি নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় মেসার্স ত্রিনাথ চৌধুরীকে ১০ হাজার, ভাই ভাই বীজ ভান্ডারকে ৫ হাজার,দেলু এন্টারপ্রাইজকে ৫ হাজার, মানতাশাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও সরকার বীজ ভান্ডার ৫ হাজার টাকা  করে সর্বমোট ৫ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের কার্যকম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content