প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২০ , ৪:৩৪:৩৮ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান, বকশীগঞ্জ(জামালপুর):
বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা যুবদলের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বকশীগঞ্জ উপজেলা শাখা ও পৌর শাখা যুবদল কর্তৃক আয়োাজিত উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় টেলিকনফারেন্সে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন সাবেক দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ সংসদ সদস্য, এম.রশিদুজ্জামান মিল্লাত, উপজেলা বিএনপির আহবায়ক সাবেক ভিপি ফখরুজামান মতিন,সাবেক ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম প্রিন্স,পৌর যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম শাকিল তালুকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীম। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুবুর রহমান লাভলু।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল আলম, সাবেক উপজেলা বিএনপির কৃষি সম্পাদক রফিকুল ইসলাম কারী, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান তোলন, যুগ্ন আহŸায়ক শাহীন সওদাগর, তানজির আহাম্মেদ সুজন,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ফরহাদ হোসেন।
যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক করতে উপজেলা যুবদলের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ ও পৌর যুবদলের নেতৃবৃন্দ, ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে কেক কেটে মিষ্টি বিতরনের মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।