প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২০ , ৬:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর বকশীগঞ্জে সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ধর্ষণের চেষ্টাকারী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার বগারচর ইউনিয়নের ডাকপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা হলো ডাকপাড়া এলাকার আব্দুল আলীর বখাটে ছেলে রুহুল আমিন (২০) ও আশরাফ আলীর ছেলে সরোয়ার জাহান (৩০)। জানা যায়, নির্যাতিত শিশুটির বাবা বাড়িতে ছিলেন না এবং মা বাড়ির বাইরে সংসারের কাজ করছিলেন। এই সুযোগে নির্যাতিত ওই শিশুর বাড়িতে আসে প্রতিবেশী সম্পর্কে চাচা বখাটে রুহুল আমিন। মোবাইলে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এক পর্যায়ে ঘরে গিয়ে ধর্ষক রুহুল আমিনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে শিশুর মা। প্রতিবেশীদের সহায়তায় লম্পট রুহুল আমিনকে আটক করা হয়। খবর পেয়ে রুহুল আমিনকে ওই বাড়ি থেকে জোড়পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে সহযোগীতা করে সরোয়ার জাহান ও আব্দুল হালিম। পরে খবর পেয়ে সন্ধায় ডাকপাড়া এলাকা থেকে রুহুল আমিন ও তার সহযোগী সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। তবে আরেক সহযোগী আব্দুল হালিম পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে নামীয় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ দায়ের করেছেন। শিশুটিকে চিকিৎসার জন্য প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আসামী রুহুল আমিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত ধর্ষণ চেষ্টাকারীসহ দুইজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।অপর আসামীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।