প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৫ , ৭:৩০:৫৪ প্রিন্ট সংস্করণ
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বকশীগঞ্জ পৌর শহরের গরিব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৩ টায় পৌরসভার আয়োজনে পৌরসভা চত্বরে সরকারি শীত বস্ত্র শীতার্তদের মাঝে বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা উল হুসনা। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, সহকারী প্রকৌশলী শাহ আলম,হিসাব রক্ষক মোহাম্মদ আশরাফ আলী কর নির্ধারণকারি শাকিল সওদাগর, লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান, কর আদায়কারী কামরুল হাসান, স্যানিটারি ইন্সপেক্টর সেলিম মিয়া সহ অনেকে ।