ময়মনসিংহ

বকশীগঞ্জে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ 

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৪ , ৪:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ 

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে ৩ কেজি গাঁজা সহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্রাজোর ইউনিয়নের পানাতিয়াপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অভিযানে পানাতিয়াপাড়া গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে ফজলুর রহমান (৫০) এবং ইসলামপুর উপজেলার সভারচর এলাকার মৃত আবুল হোসেন ছেলে শহিদুল (৩৮) কে ০৩ কেজি অবৈধ মাদক গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মাদকের অবৈধ বাজার মূল্য অনুমান ২,১০,০০০/- টাকা।

জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।। তিনি আরও জানান জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content