ময়মনসিংহ

বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  প্রতিনিধি ১২ মে ২০২৫ , ৭:২১:০৩ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। 

সোমবার দুপুরে বিষটি নিশ্চিত করেছেন ডিবির ওসি নাজমুস সাকিব। এর আগে, গতকাল রবিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে ডিবি’র একটি চৌকষ টিম। গ্রেফতার আব্দুল আলী ওরফে আব্দুল গুরু বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকার মৃত মাতবর আলীর ছেলে।

জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি)-১ এর ওসি নাজমুস সাকিব জানান, জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ আসাদুজ্জামান এবং এসআই সুমন চন্দ্র সরকারের নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকশ দল রবিবার রাত সাড়ে ৮ টায় বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বাট্টাজোড় পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাট্টাজোড় পূর্বপাড়ার সুবেদা বেগম ওরফে জুলে মাও ওরফে তুলে মাও (৫৫) এর ঘর থেকে গাঁজা উদ্ধার ও ব্যবসায়ী আব্দুল আলী ওরফে আব্দুল গুরু (৭০)কে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content