প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ৪:৩৪:০৫ প্রিন্ট সংস্করণ
মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদের নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের অসহায় ১ হাজার দুইশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মধ্যদিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে বকশীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের ১৬ হাজার অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ–সভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীন,সহ–সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,সাংগঠনিক সম্পাদক আবদুলাহ আল মোকারেছ খোকন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমান, ধানুয়া কামালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান জোবায়ের হিটলার, সাধারণ সম্পাদক ইউসুফ আলী,যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগের সহ–সভাপতি সাইদুর রহমান লাল, সরকারি কে.ইউ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়,পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক নুর মোহাম্মদ। তার নিজস্ব অর্থায়নে ও উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ত্রাণ বিতরণের প্রথম দিন মঙ্গলবার সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ১ হাজার দুইশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি আলু ও ১ টি সাবান।
উল্লেখ্য,বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য ৬০ লাখ টাকা বরাাদ্ধ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ।