ময়মনসিংহ

বকশীগঞ্জ কলেজে ১জন পাশ করায় বনভোজনের আয়োজন

  প্রতিনিধি ৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৭:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

মতিন রহমান,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :

জামালপুরের বকশীগঞ্জের রাহেলা কাদির স্কুল এন্ড কলেজে ১৮ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে ১ জন পাশ করায় কলেজ ক্যাম্পাসে বনভোজনের আয়োজন করেছেন কলেজের অধ্যক্ষ। বিষয়টি নিয়ে প্রশাসনসহ সাধারণ মানুষের মাঝে আলোচিত হয়ে আসছে।

জানা যায়,সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বকশীগঞ্জ উপজেলায় ৫টি কলেজ রয়েছে। ৫টি কলেজ থেকেই ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে পরীক্ষার্থীরা। এর মধ্যে বকশীগঞ্জ পৌর শহরের মাঝপাড়ায় অবস্থিত রাহেলা কাদের স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আওতায় ১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে ছিলেন।তার মধ্যে এইচএসসি পাশ করেছে মাত্র ১জন। পাশের হার ৫.৫৫%। মাত্র ১জন পরীক্ষার্থী পাশ করায় কলেজের অধ্যক্ষ ৯ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে বর্নিল বনভোজনের আয়োজন করেছেন।

এব্যাপারে রাহেলা কাদির স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু খালেদ মোহাম্মদ আমীন জানান, সাধারণ শিক্ষা বোর্ডে আমাদের ফলাফল খারাপ হলেও কারিগরি বোর্ডের ফলাফল ভালো। তাই কলেজ ক্যাম্পাসের ভিতরে বনভোজনের আয়োজন করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা জানান, সচেতনতার অভাবে তাদের এই আয়োজন। কলেজটি সাধারণ শিক্ষা বোর্ডের কলেজ কারিগরি শিক্ষা বোর্ডের না। ফলাফল খারাপ করার পরেও তাদের বনভোজন বা বড় খানার আয়োজন করা ঠিক হয়নি।

 

আরও খবর

Sponsered content