দেশজুড়ে

বকশীগঞ্জ বগারচর ইউনিয়নে দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২০ , ৪:৩৫:২০ প্রিন্ট সংস্করণ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে অসহায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক নুর মোহাম্মদের নিজস্ব অর্থায়নে উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়

বুধবার সকালে সারমারা বাজারে বগারচর ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে কেজি চাল, আধা কেজি ডাল, কেজি লবন, কেজি আলু টি সাবান জানা যায়,পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক নুর মোহাম্মদ তার নিজস্ব অর্থায়নে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সার্বিক তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে

উল্লে­খ্য,বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণের জন্য ৬০ লাখ টাকা বরাাদ্ধ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদীনসহসভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদারসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিনআইন বিষয়ক সম্পাদক সফিকুল ইসলামউপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তালুকদার জুমানবগারচর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানসাবেক সভাপতি এসএম ওমর আল ফারুক, যুবলীগ নেতা মারুফ সিদ্দিকী, গোলাম কিবরিয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি গাজী শামীমসহসভাপতি সাইদুর রহমান লাল, সাধারণ সম্পাদক হাছানুজ্জামান সজিবউপজেলা তাতী লীগের আহবায়ক রাকিব বিল্লাহ রাকিববকশীগঞ্জ সরকারি কে.ইউ কলেজ ছাত্রলীগের সভাপতি ফরহাদ রেজা প্রমূখ উপস্থিত ছিলেন

 

 

 

 

 

 

আরও খবর

Sponsered content