চট্টগ্রাম

বকেয়া পাওনার দাবীতে বাড়বকুণ্ড মুকবুলার রহমান জুট মিল শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

  প্রতিনিধি ২০ মে ২০২৫ , ৭:৩১:০৪ প্রিন্ট সংস্করণ

বকেয়া পাওনার দাবীতে বাড়বকুণ্ড মুকবুলার রহমান জুট মিল শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডে অবস্থিত মুকবুলার রহমান জুট মিলের ন্যায্য বকেয়া পাওনা ও মিলে অবস্থানরত শ্রমিকদের উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বাড়বকুণ্ড মুকবুলার রহমান জুট মিলস শাখার আয়োজনে শ্রমিক গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল চারটার সময় মিল গেট প্রাঙ্গণে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে আবদুল আলীমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর।

বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য জহিরুল আলম জহুর, সদস্য সচিব কাজী মহিউদ্দিন, উত্তর জেলা কৃষকদলের আহবায়ক বদিউল আলম বদরুল, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আওরঙ্গজেব মোস্তফা, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফজলুর করিম চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শাহাবুদ্দিন রাজু, উত্তর জেলা যুবদলের সহসভাপতি লোকমান হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বশর, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, মৎস্যজীবীদল নেতা ইলিয়াস হোসেন, ইউনিয়ন যুবদল সভাপতি নুরনবী সাইফুল, সাধারণ সম্পাদক একরাম হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক নেতা গিয়াস উদ্দিন, ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।

উপস্থিত ছিলেন মুমিনউদ্দিন মিন্টু, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন,আব্দুল আলিম, ইসমাইল আরিফ, ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন, নুর আলম, রেজাউল করিম খোকন,  খোরশেদ, সায়েদ খান প্রমুখ।

আরও খবর

Sponsered content