প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২১ , ৬:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সিমলা গ্রাম থেকে গত শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ আব্দুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। জানা যায়, উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের শিমলা গ্রামের বাবর আলীর ছেলে আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে বাড়িতে গাঁজার গাছ লাগিয়ে ব্যবসা করে আসছিল।
এমন ঘটনার গোপন সংবাদ পেয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নির্দেশে এসআই জাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিমলা পুর্বপাড়া এলাকা থেকে আব্দুর রাজ্জাককে আটক করে এবং প্রায় ১৫ ফুট লম্বা গাঁজার গাছ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি থেকে ১৫ ফুট লম্বা একটি গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ধারায় মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।