রাজশাহী

বগুড়ায় ইট বিক্রি বন্ধের ঘোষণা

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২০ , ৩:৩৮:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

প্রশাসনের হয়রানি এবং ভ্রাম্যমাণ আদালতের জরিমানার অভিযোগ তুলে ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত জেলায় ইট বিক্রি এবং সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি।

স্থানীয় পাঁচ তারকা হোটেলে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাদল এ ঘোষণা দেন।

জেলা ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ইটভাটা মালিকরা এ জরুরি সভা আয়োজন করেন। ইটভাটা মালিকদের হয়রানির করা হচ্ছে এমন অভিযোগেই আয়োজন করা হয় ওই সভার।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি তোফাজ্জল হোসেন খান, জাহেদুর রহমান হেলাল ও সাইদ মাস্টার।

জেলায় ২০০টি ইটভাটা থাকলেও একটি ইট ভাটায়ও লাইসেন্স নবায়ন করা হয়নি।

আরও খবর

Sponsered content