দেশজুড়ে

বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৪:২১:৫৭ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় সন্ত্রাসী হামলায় নিহত হল স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু হানিফ মিষ্টার ( ৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী শুক্রবার নিজ এলাকা শাকপালা মোড়ের স্থানীয় জামে মসজিদে জুম্মার নামাজ পড়তে যান আবু হানিফ।

ওজুখানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় দেশীয় অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী তার ওপর চড়াও হয়ে কোপাতে থাকে।

এসময় সেখানে উপস্থিত মুসল্লীরা হতভম্ব হয়ে এই লোমহর্ষক দৃশ্য দেখতে বাধ্য হয়। কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে লোকজন মুমুর্ষ অবস্থায় তাকে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পরীক্ষা করে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা দেন ।

জিয়া মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল আজিজ মন্ডল জানান, ময়না তদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content