রাজশাহী

বগুড়ায় শিবগঞ্জ-মহাস্থান রাস্তার বেহাল অবস্থা

  প্রতিনিধি ২২ জুন ২০২১ , ৮:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ

আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ (বগুড়া) :

শিবগঞ্জ-মহাস্থান রাস্তা দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে। গত কয়েক দিনের টানা বর্ষণে খানাখন্দে পানি জমে প্রতি নিয়তই দুর্ঘটনা লেগেই থাকছে। রাস্তাটি বর্তমানে বেহলা অবস্থা হলেও সংস্কারের উদ্যোগে নেই কর্তৃপক্ষের।

এতে উপজেলার ৫ লক্ষাধিক মানুষের চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি জয়পুরহাট-মোকাতলা সড়কের আমতলী থেকে মোকামতলা পর্যন্ত রাস্তা সংস্কার কাজ চলমান থাকার কারণে শিবগঞ্জ উপজেলা সদর ভায়া জয়পুরহাট, দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লাল মনিরাহাটসহ কয়েক জেলার শত শত বাস ট্রাক বিকল্প রাস্তা হিসাবে এই পথ দিয়ে দিন-রাত চলাচল করায় রাস্তাটি বর্তমানে দেবে, ভেঙে ও রাস্তার বিটমিন উঠে গিয়ে মহাস্থান থেকে আমতলী পর্যন্ত শত শত খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে প্রায় সময় দুর্ঘটনায় পতিত হচ্ছে যান বাহনসহ এলাকার মানুষ।

সরেজিমনে গিয়ে দেখা যায়, শিবগঞ্জ পৌর এলাকার আমতলী ব্রাংক অফিস সংলগ্ন, নাগর বন্দর করোতোয়া নদীর ব্রিজ সংলগ্ন, মহিলা বিষয়ক কার্যালয়ের সম্মুখে, পোস্ট অফিস সম্মুখে, মশলা গবেষণা কেন্দ্র সম্মুখে, জাদুঘর সম্মুখ ও মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজ সম্মুখে এসমস্ত এলাকায় কোথাও ১ থেকে ২ হাত গর্তের সৃষ্টি হয়েছে। অল্প বৃষ্টি হলেই রাস্তা যেন ডোবায় পরিণত হয়। এ উপজেলাটি শস্য ভান্ডার হিসাবে পরিচিত।

এলাকার কৃষকরা তাদের উৎপাদিত ফসল লাউ, কাঁচা মরিচ, বেগুন, করলা, ডেরস, পোটলসহ বিভিন্ন শাক সবজি নিয়ে এই রাস্তা দিয়ে মহাস্থান হাটে বিক্রি করার জন্য নিয়ে যায়। কিন্তু রাস্তায় হাঁটু পানি জমে থাকায় অনেক সময় কাঁচামালের গাড়ি উল্টে মালামাল নষ্ট হয়ে যাচ্ছে। বগুড়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই এই রাস্তার মেরামত কাজ শুরু করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা বলেন, শিবগঞ্জ-মহাস্থান সড়কের বেহাল দশার কারণে ইতিমধ্যেই সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে দ্রæত রাস্তা সংস্কারের জন্য জানানো হয়েছে। রাস্তাটি সংস্কারের দাবিতে সম্প্রতি শিবগঞ্জ উপজেলা সদরে উপজেলার সচেতন ব্যক্তিরা মানব কর্মসূচি পালন করেছে।

আরও খবর

Sponsered content