প্রতিনিধি ২৩ মে ২০২০ , ১:৫৫:৪৭ প্রিন্ট সংস্করণ
বগুড়ায় করোনা রোগী শনাক্ত হওয়ার ৫২ দিনে শুক্রবার সর্বোচ্চ ২৪ জনের কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর দিয়েছে বগুড়া সিভিল সার্জন অফিস। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় এই প্রথম কোন মৃত্যুর তথ্য দিয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানিয়েছেন, করোনা উপসর্গ নিয়ে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া সাবেক মহিলা সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের নমুনা পরীক্ষা করে দেখা গেছে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। এ ছাড়া তার পরিবারের অপর ৪ সদস্যর করোনা পজিটিভ।
বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্তরা হলেন- বগুড়া সদরের ৮জন, সারিয়াকান্দির ৬জন, দুপচাচিয়ার ৩জন, কাহালুর ২জন, আদমদিঘীর ২জন, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলীতে একজন করে। সদরের ৮জনের মধ্যে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুলের পরিবারের ৪ জন।