প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৩ , ৫:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস -২০২৩ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকালে জনতা ব্যাংক লিমিটেড -এর পক্ষে ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের জিএম ইনচার্জ মোঃ মাহবুব হোসেন বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ব্যাংকের শ্রদ্ধা নিবেদন করেন জনতা ব্যাংক লিঃ, বিভাগীয় কার্যালয়, ফরিদপুর এর মান্যবর জিএম ইনচার্জ জনাব মোঃ মাহবুব হোসেন।
এসময় জনতা ব্যাংক লিমিটেড গোপালগঞ্জ কর্পোরেট শাখার এজিএম মেহেদী মাহামুদ মোল্লা সহ বিভাগীয় কার্যালয় ফরিদপুর এর আওতাধীন বিভিন্ন শাখা ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।