চট্টগ্রাম

বঙ্গোপসাগরের জলোচ্ছাসের মতো গণআন্দোলন গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল ইসলাম

  প্রতিনিধি ১৪ জুন ২০২৩ , ৭:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

আবু তাহের, চট্টগ্রাম ব্যুরো :

স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারকে বিদায় করে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সংগ্রামকে বঙ্গোপসাগরের জলোচ্ছাসের মতো তীব্র গতিময় করে তুলতে হবে। দেশ বিদেশে প্রত্যাখাত হওয়ার পরও তারা ক্ষমতাকে চিরস্থায়ী করতে আবারও নিশিরাতের আদলে ভোট আয়োজনের ঘৃণ্য খেলায় মেতেছে, তাদের এ মনোবাসনা দেশের জনগণ কোনোদিনই পূর্ণ হতে দেবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪জুন) বিকালে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ী মোড়ে আয়োজিত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ তারুণ্যের সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি বলেন, দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সম্মিলিত আন্দোলনের বিকল্প নেই। সাম্যের বাংলাদেশ গঠনে দুর্নীতিবাজদের তাড়াতে হবে। বেগম খালেদা জিয়া যেমন বলেছিলেন ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও‘ ঠিক তেমনি সময়ের প্রয়োজনে তারুণ্যের অহংকার তারেক রহমান ডাক দিয়েছেন ‘টেক ব্যাক বাংলাদেশ‘ সেই সাথে ‘বাংলাদেশ যাবে কোনপথে, ফয়সালা হবে রাজপথে‘।

তিনি বলেন, বাংলাদেশের এ গতিপথ হবে গনতন্ত্রের, যেখানে সন্ত্রাস, অর্থ পাচার, দখল, চাঁদাবাজি চলবে না। ভোটাধিকার নিশ্চিত করে কথা বলার, বাক স্বাধীনতা প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে। তাই তরুণদের জন্যই আজকের তারুণ্য সমাবেশ। ক্ষমতা নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, গুম হয়েছেন, নির্যাতিত হয়েছেন, মামলা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমাদেরকে দূর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

সভায় চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডাঃ শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সভাপতি রনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, কেন্দ্রীয় যুবদলের নুরুল ইসলাম নয়ন, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে সমাবেশকে ঘিরে অনুমতিসহ নানা নাটকীয়তা থাকলেও সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়। সভায় তরুণদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। তবে সড়কে সমাবেশ হওয়ায় দিনজুড়ে চট্টগ্রাম নগরীতে যানজটে আটকে পড়ে মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।

আরও খবর

Sponsered content