খেলাধুলা

বছরের শেষ ম্যাচেও গোল করলেন রোনালদো

  প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ৭:৩৩:০৯ প্রিন্ট সংস্করণ

বছরের শেষ ম্যাচেও গোল করলেন রোনালদো

দুর্দান্ত একটি বছর কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল সংখ্যায় সবার শীর্ষে থেকেই বছর শেষ করছেন এই পর্তুগিজ তারকা। কিংবদন্তি বলেই হয়তো এটি করতে পেরেছেন রোনালদো। চলতি বছর ৫৪টি গোল করেছেন তিনি। বছরের শেষ ম্যাচেও গোল পেয়েছেন আল নাসর তারকা।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে সৌদি প্রো লিগের খেলায় কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে আল তাউনের বিপক্ষে খেলতে নেমে ম্যাচের ইনজুরি সময়ে গোল করেছেন রোনালদো। ৫ গোলের এই রোমাঞ্চকর লড়াইয়ে ৪-১ গোলে জিতেছে তার দল আল নাসর। রোনালদো ছাড়া আল নাসরের হয়ে গোল করেছেন মার্সেলো ব্রোজোভিক, আইমেরিক লাপর্তে ও ওটাভিয়া।

আন নাসরের বিপক্ষে খেলতে নেমে অ্যাসকার্ফ মাহদিইয়ের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আল তাউন। সেখান থেকে ম্যাচের ২৬ মিনিটে সমতায় ফিরে একে একে আর তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় রোনালদোর সতীর্থরা।

সৌদি প্রো লিগের চলতি মৌসুমে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রয়েছে নেইমার জুনিয়রের ক্লাব আল হিলাল।

আরও খবর

Sponsered content