প্রতিনিধি ৪ জুন ২০২০ , ৫:০৮:২০ প্রিন্ট সংস্করণ
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বজ্রপাতে এক স্কুল ছাত্রের নিহতের খবর পাওয়া গেছে। নিহত স্কুল ছাত্র উপজেলার খৈয়াছড়া স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। বৃহস্পতিবার দুপুরে ফসলি জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়।
উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম পোলমোগরা গ্রামের বাবুলের ছেলে তুহিন। মোঃ তুহিন (১৫) খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
তুহিনের জেঠা রফিকুল ইসলাম বলেন, পাশাপাশি জমিতে দুইজনেই মরিচ তোলার কাজ করছিলাম। হঠাৎ বজ্রপাত হলে তুহিন চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়। চারদিকের মানুষ এসে তাকে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় পল্লী চিকিৎসকে দেখালে তুহিনের মৃত্যু হয়েছে বলে জানান।
স্থানিয় পল্লি চিকিৎসক সানাউল্লাহ বলেন, বজ্রপাতে তুহিন নামের এক স্কুল ছাত্র আহত হয়েছে শুনে তাকে তার বাড়িতে দেখতে যাই। কিন্তু ঘটনার স্থলে গিয়ে দেখি তুহিনের ততক্ষণে মৃত্যু হয়েছে। ধারণা করছি ঘটনার স্থলেই তার মৃত্যু হয়েছে।
খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য বাবু গোপাল চন্দ্র চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে তুহিন নামে এক স্কুল ছাত্রদের মৃত্যু হয়েছে বলে শুনেছি।